Kolkata

প্রয়াত প্রাক্তন মন্ত্রী অবনী মোহন জোয়ারদার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবনী জোয়ারদারের মৃত্যু হল শুক্রবার। তিনি ২ বারের তৃণমূল বিধায়কও।

কলকাতা : এক সময় আইপিএস আধিকারিক হিসাবে চূড়ান্ত সফল। পরে রাজনীতিতে পা। ২০১১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তৃণমূল বিধায়ক নির্বাচিত হন। ২ বারের এই বিধায়ক চলে গেলেন শুক্রবার। বয়স হয়েছিল ৭৯ বছর। শারীরিক সমস্যায় ভুগছিলেন অবনী মোহন জোয়ারদার। রাজ্যের প্রাক্তন কারামন্ত্রীর শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁরই সল্টলেকের বাসভবনে।

অবনী জোয়ারদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই দলের বিধায়ক ছিলেন অবনীবাবু। সাফল্যের সঙ্গেই তিনি একাধারে আইপিএস আধিকারিকের পদ, সরকার এবং দল করেছেন। শোকস্তব্ধ রাজনৈতিক মহলের অনেকেই। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তাঁকে দফতরহীন মন্ত্রী হিসাবে রাখা হয়েছিল।


অবনীবাবু কয়েকবছর ধরেই অসুস্থ ছিলেন। কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিস চলছিল। সেই কিডনির সমস্যা থেকেই বয়সজনিত সমস্যা গ্রাস করে তাঁকে। অবনীবাবু আইপিএস অফিসার হিসাবেও যথেষ্ট পরিচিত নাম। দক্ষ আধিকারিক হিসাবেই পরিচিত ছিলেন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button