বিরাট কোহলি সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করে এখন নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক। কেন তিনি বিরাট কোহলি সম্বন্ধে এমন বললেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবদুল রাজ্জাক পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিরাট কোহলি একজন অত্যন্ত ভাল খেলোয়াড় যে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেই সঙ্গে তিনি ভাগ্যবানও। নাহলে পাকিস্তানের খেলোয়াড়রা তাঁকে অতিক্রম করতেই পারতেন।
রাজ্জাক বলেন, বিরাট কোহলি ভাগ্যবান যে তিনি সবসময় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-এর সমর্থন পেয়েছেন। যা বিরাটের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। আর তার জোরেই তিনি ম্যাচ জিতে চলেছেন। যে সম্মান বিরাট বিসিসিআই-এর কাছ থেকে সবসময় পেয়ে থাকেন তাতে ভরসা করে তিনি সাফল্য পাচ্ছেন। আর সেই সাফল্য সকলেই দেখতে পাচ্ছেন।
রাজ্জাকের দাবি, পাকিস্তানেও এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা বিরাটের মত সমর্থন পেলে বিরাটকে ছাপিয়ে যেতে পারতেন। কিন্তু বিরাট যেটা বিসিসিআই-এর কাছ থেকে পান তা পাকিস্তানের কোনও খেলোয়াড় পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডর কাছ থেকে পান না। তা না হলে বিরাটকে অনেক পাক খেলোয়াড়ই ছাপিয়ে যেতেন বলে দাবি করেন রাজ্জাক। যদিও এরপরই রাজ্জাককে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা