বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। মুম্বইয়ের ফিল্ম জগত যাঁকে অভিজিৎ বলেই চেনে। সেই অভিজিতের ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করল ট্যুইটার কর্তৃপক্ষ। ফলে এখন অভিজিতের ট্যুইটার হ্যান্ডলে ঢুকলে দেখা যাচ্ছে সাসপেন্ডের বার্তা। মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে গায়ক অভিজিতের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিল ট্যুইটার কর্তৃপক্ষ। তবে তা সাময়িক না চিরদিনের জন্য তা এখনও স্পষ্ট নয়। অভিযোগ, গত ২২ মে অভিজিৎ তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে জেএনইউ-এর ছাত্রী তথা সমাজকর্মী শীলা রশিদকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। শীলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। যা একজন মহিলার জন্য অসম্মানজনক বলে দাবি করে ট্যুইটার ব্যবহারকারীদের একাংশ ট্যুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তারপরই ট্যুইটার কর্তৃপক্ষ অভিজিতের অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দেয়। এদিকে অভিজিতের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করায় বেজায় চটেছেন গায়ক সনু নিগম। সরাসরি ট্যুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগে সকালে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন তিনি। তার আগে অরুন্ধতী রায় সম্বন্ধে পরেশ রাওয়ালের মন্তব্যকেও সমর্থন করেছেন মুম্বইয়ের এই বিখ্যাত গায়ক।