পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ-এর ঘাঁটিতে বোমা বর্ষণ করে ভারত। সার্জিক্যাল স্ট্রাইকে সেদিন যে ৫ জন বিমান নিয়ে গিয়ে বোমা বর্ষণ করে এসেছিলেন সেই ৫ উইং কমান্ডার বায়ুসেনা মেডেলে সম্মানিত হতে চলেছেন স্বাধীনতা দিবসের দিন। আর পাকিস্তানের আধুনিক যুদ্ধবিমান এফ-১৬-কে তাড়া করে ভারত থেকে তাড়ানোই নয়, তুলনামূলকভাবে কমজোরি মিগ-২১ বাইসন বিমান নিয়ে সেটিকে পাকিস্তান পর্যন্ত তাড়া করে নিয়ে গিয়ে যিনি গুঁড়িয়ে দেন সেই ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীর চক্র সম্মানে ভূষিত করা হচ্ছে স্বাধীনতা দিবসে। অভিনন্দন বর্তমান এফ-১৬ ধ্বংস করার পর তাঁর মিগটিও ভেঙে পড়ে পাক মাটিতে। সেখানে গ্রেফতার হন অভিনন্দন। মাত্র ২ দিনের মধ্যে তাঁকে ফের ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। সেই অভিনন্দন পাচ্ছেন বিরল বীর চক্র সম্মান।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানা হয়। ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের বালাকোটে জইশ ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। ভারতের ৫ বায়ুসেনা পাইলট মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ে গিয়ে হামলা চালিয়ে ফের ভারতে ফিরে আসেন। সেই ৫ জন এবার পেতে চলেছেন বায়ুসেনা মেডেল। আর অভিনন্দন বর্তমান পেতে চলেছেন বীর চক্র।
বীর চক্র হল ভারতীয় সেনাবাহিনীর জন্য তৃতীয় বৃহৎ সম্মান। যুদ্ধের সময়ে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়। আর শান্তি থাকাকালীন যে সম্মান প্রদান করা হয় ভারতীয় সেনায় তার তৃতীয় বৃহৎ সম্মান হল কীর্তি চক্র। যা এবার পাচ্ছেন ২০১৮ সালের নভেম্বরে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে শহিদ হওয়া ভারতীয় জওয়ান প্রকাশ যাদব। কুলগামে সন্ত্রাসবাদীদের সঙ্গে অসীম সাহসের সঙ্গে লড়াই করে শহিদ হন প্রকাশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা