জন্মদিনে কোভিড রিলিফে দান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুধবার ছিল তাঁর জন্মদিন। করোনা পরিস্থিতিতে নিজের জন্মদিনে এক বিশেষ উদ্যোগ নিলেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড রিলিফে দান করলেন তিনি।
করোনা সংক্রমণ দেশে হুহু করে বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা। অক্সিজেনের চাহিদা মেটাতে অক্সিজেন কনসেনট্রেটর উপকারি। এই অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করছে একটি অলাভজনক সংস্থা।
তারা সেগুলি বিভিন্ন হাসপাতালে বসাচ্ছে। সারা ভারত জুড়েই বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর বসাচ্ছে ওই সংস্থা। তাদের সেই কাজে অর্থ সাহায্য করেছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বলিউডে অভিষেক একজন সফল মুখ। ওটিটি প্ল্যাটফর্মেও বিভিন্ন সময়ে তাঁকে দেখা যাচ্ছে। এই করোনাকালে বুধবার ছিল তাঁর জন্মদিন।
সেই দিনটিকে তিনি আরও স্পেশাল করে তুললেন কোভিড রিলিফে দান করে। নিজে তো দান করলেনই, সেইসঙ্গে অন্যদেরও এই মহৎ কাজে দান করার পরামর্শ দিলেন।
কোভিড রিলিফে দান করা ছাড়াও জন্মদিনে কী করলেন অভিষেক? খড়গপুরের ছেলে অভিষেক এখন বাড়িতেই রয়েছেন। সেখানেই সকলে মিলে আনন্দ করে কাটালেন দিনটা।
গত বছরও এই সময় করোনার জন্য বাড়িতে আটকে ছিলেন। তবে খড়গপুরের বাড়িতে নয়। সেবার পাতাল লোক-এর ট্রেলার মুক্তি পেয়েছিল ওই দিন। সেটাই ছিল বড় পাওনা।
এবার নিজের বাড়িতে নিজের পরিবারের লোকজনের সঙ্গে সুন্দর সময় কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা