ভূতের সিনেমায় বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন বাঙালি অভিনেতা
ছেলে বড় হয়ে কি হবে তা নিয়ে বাবার একটা স্বপ্ন তো থাকেই। সে স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। আবার পূরণ করলেনও। ভূতের সিনেমায় দুধের স্বাদ ঘোলে মিটল।
এখন তাঁর নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাঙালি এই অভিনেতা এখন একাধারে ওটিটি এবং বড় পর্দা, দুই কাঁপাচ্ছেন। তাঁর অভিনয় প্রতিভা নিয়ে চর্চা হচ্ছে দেশজুড়েই। প্রচুর কাজ পাচ্ছেন। যে কোনও চরিত্রে দারুণভাবে নিজেকে ফুটিয়ে তুলছেন।
সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী ২-তেও অভিনয় করেছেন। স্ত্রী সিনেমাতেও তিনি ছিলেন। ভূতের সিনেমা হিসাবে পরিচিত স্ত্রী-র পর এবার সেই ভৌতিক ভাবনা নিয়েই পর্দায় আসছে স্ত্রী ২। যেখানে জনা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন অভিষেক।
অভিষেক জানান, তাঁর বাবা চেয়েছিলেন তিনি বড় হয়ে আইএএস আধিকারিক হন। কিন্তু ছোট থেকেই তাঁর মন পড়ে থাকত অভিনয়ের দিকে। অভিনেয়র প্রতি অমোঘ ঝোঁক থেকে ক্রমে তিনি আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাঙালি এই তারকা জানান, জনা চরিত্রটা মজার। জনা আইএএস হতে চায়। সেই লড়াই দিচ্ছে সে। এই চরিত্রে অভিনয় করে তিনি বাবার অপূর্ণ ইচ্ছা কোথাও যেন পূরণ করতে পেরেছেন। বাস্তবে না হোক, পর্দায় করেছেন।
অভিষেক এও জানান যে তাঁর এই জনা চরিত্র নিয়ে তাঁর বাবার সঙ্গে তাঁর হাসাহাসিও হয়। ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে স্ত্রী ২।
অভিনয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, শ্রদ্ধা কাপুররা। স্ত্রী-তে যে চরিত্রগুলিকে দেখতে পাওয়া গিয়েছিল, স্ত্রী ২-তে তাঁদের অনেককেই দেখতে পাওয়া যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা