প্রায় ২ দিন জল না খেয়ে মাইনাস ১৬ ডিগ্রিতে অভিনয়, অসম্ভবকে সম্ভব করেন অভিনেত্রী
সিনেমায় একটি চরিত্রকে ফুটিয়ে তোলা মুখের কথা নয়। তার জন্য কি কঠোর পরিস্থিতির মুখে পড়তে হয় তা ব্যাখ্যা করলেন বিখ্যাত অভিনেত্রী।
তাঁকে পিপাসায় ছাতি ফেটে যাওয়া এক মহিলার চরিত্রে অভিনয় করতে হচ্ছে। সেই সময় যে দৃশ্য শ্যুট হচ্ছে সেখানে তাঁকে মাইনাস ১৬ ডিগ্রিতে অভিনয় করতে হবে। তাও এক বিন্দু জলের জন্য আকুল এক নির্যাতিতার চরিত্র ফুটিয়ে তুলতে হবে।
শুকনো চারধার। রুক্ষ বঞ্জর জমি। সেখানে মাইনাস ১৬ ডিগ্রি ঠান্ডা। যে ঠান্ডায় অভিনয় করাটাই প্রায় অসম্ভব। সেখানে ৪০ ঘণ্টা জল না ঠোঁটে ঠেকিয়ে থাকাটা এবং অভিনয় করাটা কতটা কঠিন ছিল তা অনুমেয়।
শরীর জল টানছে। ডিহাইড্রেশন শুরু হয়েছে। অথচ জলের বিন্দু ঠোঁটে না ঠেকিয়ে তালিবানের হাত থেকে পালিয়ে আসা নারীর চরিত্রে অভিনয় করা।
দ্যা কেরালা স্টোরি-র অভিনেত্রী আদা শর্মা তাঁর সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আফগানিস্তানে যে অভিজ্ঞতা তাঁর হয়। অথচ বাস্তব জীবনে আদা শর্মা জল পান বেশিই করেন। দিনে ৫ লিটার জল পান না করলে তাঁর চলেনা। তিনি জল ছাড়া থাকতে পারেননা।
জল পান আদা শর্মার জীবনের অঙ্গ। সেখানে প্রায় ২ দিন জলের একটা বিন্দুও না ঠোঁটে ঠেকিয়ে তিনি কাটিয়ে দিলেন কীভাবে সেটাই এক বড় আশ্চর্য। যেখানে অক্সিজেনের মাত্রা পর্যন্ত অত্যন্ত নিচে। বাতাসে অক্সিজেন কম। ফলে শ্বাস নিতেও সমস্যা।
অক্সিজেন কম, ঠান্ডা মাইনাস ১৬ ডিগ্রি, জল পান করেননি ৪০ ঘণ্টা, এই অবস্থায় শ্যুটিং করে কার্যত অভিনয়ের প্রতি তাঁর ভালবাসার এক বড় উদাহরণ সামনে আনলেন আদা শর্মা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা