রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া শিশু পাচার চক্রের রমরমার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীরবাবু এদিন শিশু পাচার কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেন। তবে শুধু সিবিআই তদন্তেই থেমে থাকেননি তিনি। তাঁর দাবি, একজন বিচারকের অধীনে সিবিআই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজরদারিরও ব্যবস্থা করা হোক। অধীরবাবুর দাবি, শিশু পাচারের জাল গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এজন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রীর জবাবদিহি দাবি করেন প্রদেশ সভাপতি। তাঁর দাবি, সরকার একটু সচেতন হলে রাজ্যে এভাবে শিশু পাচার চক্র ছড়িয়ে পড়তে পারত না। রাজ্যের সব নার্সিং হোমে নজরদারিরও দাবি তুলেছেন অধীর চৌধুরী।