সুশান্তের মৃত্যুতে আদিত্য চোপড়াকে একটানা জিজ্ঞাসাবাদ
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত চলছে। শনিবার জেরার মুখে পড়তে হল যশ রাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়াকে।
মুম্বই : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার পুলিশের জেরার মুখে পড়লেন যশ রাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়া। টিনসেল টাউনের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। সেই যশ রাজ ফিল্মস-এর ২টি সিনেমা ২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স এবং ২০১৫ সালে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। এই ২ সিনেমায় অভিনয় করেন সুশান্ত। কথা ছিল যশ রাজের প্রযোজনায় শেখর কাপুরের পানি সিনেমায় অভিনয় করার।
শনিবার আদিত্য চোপড়াকে মুম্বই পুলিশ প্রায় ৪ ঘণ্টা টানা জেরা করে। যদিও জেরায় কী কথা হয়েছে তা এখনও অজ্ঞাত। এদিকে একটা বড় অংশ সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছে। অবশ্য মহারাষ্ট্র সরকার যে তাতে রাজি নয় তা আগেই পরিস্কার করে দিয়েছে শিবসেনা নেতৃত্ব। এর আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালি, রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে জেরা করেছে পুলিশ।
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দেশ জুড়ে করোনা পরিস্থিতিতেও এক বিশাল সমালোচনার ঢেউ তুলেছে। যার নিশানাই হল বলিউডের স্বজনপোষণ। যে স্বজনপোষণকে সুশান্তের মৃত্যুর প্রধান কারণ হিসাবে দাবি করছেন আমজনতার একাংশ। ইতিমধ্যেই সলমন খান, আদিত্য চোপড়া, করণ জোহর থেকে শুরু করে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় চাপিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় প্রবল তোপের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এদিকে মুম্বই পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা