মহাকাশে ছুটন্ত অবস্থায় সেলফি তুলে চমকে দিল আদিত্য
মহাকাশে সে ছুটে চলেছে প্রবল গতিতে। গন্তব্যে পৌঁছতে এখনও বহু দিন বাকি। তার আগে ছুটতে ছুটতেই সেলফি তুলে ফেলল সে।
চাঁদে ভারতের পদার্পণ এতটাই আলো শুষে নিয়েছে যে ভারতের আর এক মিশন আদিত্য-এল১-এর সূর্যের দিকে ছুটে যাওয়া কিছুটা হলেও ঢাকা পড়েছে। চাঁদের আলো সূর্যের আলোকে ঢেকে দিয়েছে। এখন আবার চাঁদে পা রাখা বিক্রম আর চাঁদে ঘুরে বেড়ানো প্রজ্ঞান ২ জনই গভীর ঘুমে আচ্ছন্ন। আর অন্যদিকে প্রবল গতিতে এল১ পয়েন্ট, যা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সেদিকে ছুটে চলেছে আদিত্য।
আদিত্য-এল১ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গত ২ সেপ্টেম্বর সূর্যের দিকে পাড়ি দিয়েছে। সেই আদিত্য-এল১ এবার তার গন্তব্যের দিকে প্রবল গতিতে ছুটে যেতে যেতেই সেলফি তুলে ফেলল।
সেলফি তুলল নিজের। ছবি তুলল পৃথিবী ও চাঁদের। পৃথিবী ও চাঁদের ছবি আবার আলাদা নয়, একসঙ্গে তুলেছে সে। এখন সে এতটাই দূরে পৌঁছে গেছে।
ইসরো আদিত্যর পাঠানো সেই সেলফি তাদের এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়েছে। ফলে তা সকলেই দেখার সুযোগ পাচ্ছেন। যেখানে প্রথমে একটি ছবিতে সোনালি সাজে ছুটে চলা আদিত্য-এল১ তার গায়ে লাগানো ক্যামেরায় নিজেরই কিছুটা অংশের ছবি তুলেছে।
অন্য একটি ছবিতে পৃথিবী সুস্পষ্ট। নীল গ্রহ বিশাল এক দূরত্ব থেকে বড়ই সুন্দর। পাশে চাঁদেরও ছবি পৃথিবীর সঙ্গেই এসেছে।
তবে ছবিতে চাঁদ একটা বিন্দুর মত। যা পয়েন্ট করে দেখিয়ে দিতে হয়েছে ইসরোকে। এই ছবি সত্যিই অবাক করেছে। এমন একটা জায়গা থেকে পৃথিবীর এই ছবি পাওয়া গেল যা আগে পাওয়া যায়নি। কারণ সেখানে যান পাঠায়নি ভারত।