পৃথিবীর টান ছেড়ে আদিত্যকে সূর্যের দিকে ছুঁড়ে দেওয়ার দিনক্ষণ জানাল ইসরো
আদিত্য-এল১ সূর্যের দিকে ছুটে যাওয়ার জন্য উড়ে যাওয়ার পর এতদিন কিন্তু মহাকাশে তার চেনা গণ্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। এবার তাকে ছুঁড়ে দেওয়ার পালা।
চন্দ্রযান-৩-এর চাঁদে পা রাখার বাঁধন ভাঙা খুশির জোয়ারের মাঝেই ইসরো আরও এক বড় লক্ষ্যে পা দিয়েছিল। গত ২ সেপ্টেম্বর ইসরো মহাকাশের দিকে উড়িয়ে দিয়েছিল আদিত্য-এল১-কে। যা সূর্যের দিকে ছুটে গিয়ে একটি বিশেষ দূরত্ব থেকে অগ্নিগোলককে পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
সেই আদিত্য কিন্তু এক ধাক্কায় পৃথিবীর যাবতীয় টান এড়িয়ে মহাকাশে পৌঁছে যেতে পারেনি। বরং পদ্ধতি মেনেই আদিত্য পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিল। এমনভাবে ৪ পাক খেয়ে ফেলল সে। এখন সে পৃথিবী থেকে অনেক দূরে। তবে কক্ষেই পাক খাচ্ছে।
কিন্তু কক্ষে পাক খেলে তো সূর্যকে সারাক্ষণ সামনে থেকে দেখতে পাওয়া হবেনা। তাই ইসরো আগামী ১৯ সেপ্টেম্বর আদিত্যকে পৃথিবীর যাবতীয় টান থেকে মুক্ত করতে চলেছে।
ইসরো জানিয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ২টোয় আদিত্যকে একটি বিশেষ ধরনের ধাক্কায় পৃথিবীর কক্ষ থেকে বার করে দেওয়া হবে। এরপর সে ছুটে যাবে তার এল১ পয়েন্ট বা ল্যাগরেঞ্জ ১ গন্তব্যের দিকে। যেখান থেকে সে সোজা সূর্যকে দেখতেও পাবে।
ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কখনও সূর্যের সামনে দিয়ে অন্য কোনও গ্রহ, উপগ্রহ যাতায়াত করবেনা। ফলে কোনও বাধা ছাড়াই প্রতি সেকেন্ডে সূর্যের ওপর নজরদারি চালিয়ে যেতে পারবে আদিত্য-এল১। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা