
কাবুলের পার্লামেন্টে রকেট হানা চালাল জঙ্গিরা। সোমবার সকালে পরপর ৪ টি রকেট হানা হয়। একটি রকেট হানায় মূল পার্লামেন্ট ভবনের একাংশের সামান্য ক্ষতি হয়েছে। দুটি রকেট আছড়ে পড়ে পার্লামেন্ট সংলগ্ন জমিতে। ভারতের সহযোগিতায় তৈরি নতুন একটি ভবনও ধংস হয়েছে রকেট হানায়। মাত্র তিন মাস আগে এই ভবনটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের রকেট হানার দায় কোনও সংগঠন স্বীকার করেনি। তবে আফগান পুলিশের ধারণা এই ঘটনার পিছনে তালিবানদের হাত রয়েছে।