অন্যপুরুষের সঙ্গে কথা বলায় স্ত্রীর ২ কান কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন বছর ২৩-এর স্ত্রী স্বামীর গ্রেফতারি দাবি করে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, জারিনা নামে ওই মহিলার ২ কান কাটা অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্তাক্ত জারিনার চিকিৎসা চলছে। চমকে দেওয়ার মত এই ঘটনা ঘটেছে আফগানিস্তানের মাজার-ই-শরিফে।