World

লুকনো জঙ্গি ডেরায় পাইলটহীন যুদ্ধবিমানে হামলা, মৃত ১০ জঙ্গি

পাইলটহীন যুদ্ধবিমান। স্বয়ংক্রিয় তার প্রযুক্তি। সেই যুদ্ধ বিমান এবার হামলা চালাল জঙ্গিদের লুকনো ঘাঁটিতে। শুধু হামলাই নয়, একেবারে টার্গেটে বোমা ফেলা হয়। ন্যাটো বাহিনী এখন অনেক ক্ষেত্রে পাইলটহীন যুদ্ধবিমান ব্যবহার করছে। সেই যুদ্ধবিমান টার্গেটে হামলাও চালাচ্ছে ঠিকঠাক। তারই সাম্প্রতিকতম উদাহরণ হয়ে রইল আফগানিস্তানে তালিবানদের লুকনো ঘাঁটিতে হানা। আফগানিস্তান পুলিশ জানিয়েছে, বারমাল জেলায় তালিবানদের লুকনো ঘাঁটিতে বিমান হামলা হয়। তাতে ১০ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়।

১০ তালিবানের মৃত্যু ছাড়া ওই লুকনো ঘাঁটিতে থাকা ১টি গাড়িও ধ্বংস হয়েছে বিমানহানায়। এছাড়াও ওয়ারদক প্রদেশে তালিবান ঘাঁটিতে হামলা চালায় আফগান সুরক্ষাবাহিনী। এখানেও বড় সাফল্য মিলেছে। সুরক্ষাবাহিনীর গুলিতে ১ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। ৩ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে সুরক্ষাবাহিনী। ৫টি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে তারা।


আফগানিস্তানে তালিবানরা যেমন এখন সক্রিয় হয়ে উঠেছে। তেমন‌ই তাদের দমন করতে আফগান প্রশাসনও বিলম্ব করছেনা। যেখানেই খবর পাচ্ছে সেখানেই তালিবান ডেরায় হামলা হচ্ছে। এবারের হামলা নিয়ে অবশ্য তালিবানের তরফে কিছু জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button