আকাশেই আগুন লেগে যায় বিমানে। বিমানে তখন ভর্তি যাত্রী। যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন লাগার পর বিমানটি ক্রমশ মাটিতে নেমে আসে। মাটিতে আছড়ে পড়ে বোয়িং জেটটি। বিমানে ৮৩ জন যাত্রী সফর করছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। জনবহুল এলাকায় ভেঙে না পড়ায় আরও ক্ষতি এড়ানো গেছে।
সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ঘটনাটি ঘটে আফগানিস্তানে। আফগানিস্তানের সরকারি বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্স-এর বিমানটি গজনী প্রদেশে ভেঙে পড়ে। ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক কারণে আগুন লেগে যায়। তারপরই সেটি সাদো খেল এলাকার একটি ফাঁকা জায়গায় ভেঙে পড়ে। কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে এই জায়গাটি।
যেখানে প্রশ্ন উঁকি দিচ্ছে আফগান আধিকারিকদের মনে সেটা হল এটা কী নিছকই যান্ত্রিক গোলযোগ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? কারণ রয়েছে এমনটা ভাবার। সাদো খেল এলাকাটি তালিবানের শক্ত ঘাঁটি। এখনও এখানে তালিবানকে হঠাতে সক্ষম হয়নি আফগান সেনা। বিমানটিকে তালিবানই গুলি করেছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা