World

আফগান বায়ুসেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদী হানা, আছড়ে পড়ল রকেট

আফগান বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাল ইসলামিক স্টেট

আফগান সেনা আকাশপথে তাদের দেশে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করছে। এবার সেই আফগান বায়ুসেনা ঘাঁটিতেই হামলা চালাল ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী সংগঠন।

আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলায় এগিয়ে আছে তালিবান। কিন্তু সেই আফগানিস্তানে এখন ঘাঁটি গাড়ছে আইএস। সেই আইএস এবার বড়সড় হামলা চালাল। বায়ুসেনা ঘাঁটিতে পরপর রকেট হানা চালাল তারা।


আফগানিস্তানর কোরাসান প্রদেশে ঘাঁটি রয়েছে আইএস-এর। তারাই বাগরাম এয়ার বেসে রকেট হানা চালায়। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বড়সড় হামলা চালাল আইএস।

আফগানিস্তানের পারওয়ানে বাগরাম এয়ার বেসে বৃহস্পতিবার সকালে এই রকেট হামলা হয়। পরপর প্রায় খান পাঁচেক বিএম১ রকেট ছোঁড়া হয়। কাছাকাছি একটি গ্রামে গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ি থেকে রকেট ছোঁড়ে সন্ত্রাসবাদীরা। পরে সেই গাড়িটিও উড়িয়ে দেওয়া হয়। তবে তা সন্ত্রাসবাদীরাই উড়িয়ে দেয়, নাকি আফগান সেনা উড়িয়ে দেয় সেটা এখনও পরিস্কার নয়।


এই হামলার দায়ও আইএস স্বীকার করেছে। আফগানিস্তানে করোনা কিন্তু থাবা বসিয়েছে। সেখানে এই ভাইরাস ক্রমশ তার প্রকোপ বাড়াচ্ছে। প্রায় ৫০০ জন করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনা যে দেশে থাবা বসাচ্ছে সেখানে প্রশাসন এই ভাইরাস রুখতেই ব্যস্ত। সেখানে আফগান এয়ার বেসে এত বড় হামলা চালাল আইএস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button