World

আফগানিস্তানে ভয়ংকর তুষারধস, মৃত শতাধিক

আফগানিস্তানে তুষারধসে মৃত্যু হল শতাধিক মানুষের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আফগানিস্তানের মধ্য ও উত্তর-পূর্ব এলাকা মিলিয়ে। বেশ কিছু গ্রাম তুষারধসে চাপা পড়ে গেছে। তুষারপাত চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রবল ঠান্ডায় কাবু ছিল প্রায় গোটা আফগানিস্তানই। এই অবস্থায় পাহাড়ি এলাকায় তুষারধসের আশঙ্কা ক্রমশ বাড়ছিল। সোমবার তা সত্যি হিসাবে সামনে এল। নুরিস্তান প্রদেশের ২টি গ্রাম সম্পূর্ণ বরফের নিচে চলে গেছে। আশঙ্কা করা হচ্ছে কমপক্ষে দুই গ্রামের পঞ্চাশের বেশি মানুষ ধসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। একে দুর্গম এলাকা, তারওপর তুষারপাত হয়েই চলেছে। এই অবস্থায় উদ্ধারকারী দলের পক্ষেও সেখানে পৌঁছনো সম্ভব হচ্ছেনা। এদিকে আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে বিভিন্ন এলাকায় তুষারধসেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা শতাধিক। তবে উদ্ধারকাজ শুরু না হওয়ায় এখনই মৃতের সঠিক সংখ্যা বোঝা যাচ্ছেনা।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button