রাস্তার ধারে বিস্ফোরণ, মৃত ৪
রাস্তার ধারে রাখা ছিল বোমা। তা বুঝতে পারেননি ৪ জন। পাশ দিয়ে গাড়িতে যাওয়ার সময় আচমকাই বিস্ফোরণ হয়।
রাস্তার ধারে মাইন পুঁতে রাখা তালিবানের পুরনো পদ্ধতি। তাদের মূল টার্গেট থাকে পুলিশ বা সেনার গাড়ি। কিন্তু তা অনেক সময়েই সাধারণ মানুষের প্রাণহানির কারণ হয়। এভাবে রাস্তার ধারে মাইন পোঁতার পাশাপাশি অনেক সময় তালিবান জঙ্গিরা বাড়িতে তৈরি আইইডিও রেখে দেয়। এগুলোর ওপর দিয়ে পুলিশ বা সেনার গাড়ি গেলেই তা ফেটে যায়। যেমনটা ঘটল গত মঙ্গলবার। কিন্তু তা সেনা বা পুলিশের গাড়িকে ওড়াল না।
আফগানিস্তানের খোগানি জেলার পীরকা এলাকায় স্থানীয় ৪ জন একটি গাড়িতে যাচ্ছিলেন। তাঁরা আঁচও পাননি রাস্তায় তাঁদের জন্য কী অপেক্ষা করছে! এখানেই রাস্তা ধরে ছুটে যাওয়ার সময় কোনওভাবে রাস্তার ধারে পুঁতে রাখা মাইনে চাকা পড়ে যায় গাড়িটির। তৎক্ষণাৎ বিস্ফোরণ হয়। জোড়াল বিস্ফোরণে চারধার কেঁপে ওঠে। উড়ে যায় গাড়িটি।
ঘটনাস্থলেই ওই ৪ জনের মৃত্যু হয়। তালিবান এই ঘটনার কথা স্বীকার না করলেও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে একাজ তালিবানের। তালিবানকে শান্তির শত্রু বলে অভিহিত করেছে স্থানীয় প্রশাসন। এর আগে মঙ্গলবার সকালে এমনই একটি বিস্ফোরণে ২ পুলিশকর্মীর প্রাণ যায়। ৩ জন পুলিশকর্মী গুরুতর আহত হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা