করোনা আতঙ্ক গোটা দুনিয়াকে গ্রাস করেছে। কোথাও প্রকোপ বেশি তো কোথাও কম। কিন্তু চিন্তা, উদ্বেগ সব দেশেই রয়েছে। এরমধ্যেই জঙ্গি কার্যকলাপ চলেই চলেছে। করোনা পরিস্থিতির মধ্যেই সন্ত্রাসের চেহারায় বদল হয়নি। জঙ্গিরা তাদের নাশকতা চালিয়ে যাচ্ছে। যার একটি উদাহরণ মঙ্গলবার সকালে দেখল কাবুল। কাবুলের দস্ত-এ-বারজি এলাকার একটি হাসপাতাল। জঙ্গিদের সন্ত্রাসের হাত থেকে রেহাই পাচ্ছেন না হাসপাতালের মুমুর্ষ রোগীরাও।
স্থানীয়রা জানাচ্ছেন, হাসপাতালের মধ্যে থেকে ২টি জোড়াল বিস্ফোরণের শব্দ পান তাঁরা। গুলিবর্ষণের শব্দও পান। ওই হাসপাতাল চত্বরেই রয়েছে একটি গেস্ট হাউস। সেই গেস্ট হাউসে অনেক বিদেশিও থাকেন। সেখানেই বিস্ফোরণটি হয়। এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৫ জনের। এরমধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
কারা এই হামলার পিছনে রয়েছে? কতজন জঙ্গি ছিল? তার কোনও তথ্য সরকারিভাবে প্রকাশ করা হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিরা সংখ্যায় ৩ জন ছিল। তারা সেনার পোশাক পরেছিল। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তালিবান জানিয়েই দিয়েছে যে তারা এই হামলার পিছনে নেই। মঙ্গলবারের এই বিস্ফোরণের হাত ধরে কাবুলে পরপর ৩ দিন বিস্ফোরণের ঘটনা ঘটল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা