গুলিতে ঝাঁঝরা ৩১ জঙ্গি
৩১ জন জঙ্গিকে গুলি করে মারল আফগান সেনা। এছাড়াও ১৫ জন জঙ্গি গুলিতে জখম হয়েছে।
কাবুল : আগে থেকেই খবর ছিল যে একটি চেকপোস্ট হামলা চালাবে জঙ্গিরা। আগেভাগে খবর থাকায় গোপনে তৈরি ছিল সেনা। খবর সত্যি হয়। গত বুধবার একটি চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিরা সঙ্গে এনেছিল আইইডি। যাতে বিস্ফোরণ ঘটানো যায়। সঙ্গে ছিল প্রচুর আধুনিক আগ্নেয়াস্ত্র। কিন্তু সেনা তৈরি থাকায় সব ভেস্তে দেওয়া সম্ভব হয়।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের খোগিয়ানি জেলার কেলঘো এলাকায় একটি চেকপোস্টের কাছে। আচমকাই চেকপোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিদের একটি দল। দলে জঙ্গিরা ভারী হলেও সেনা লুকিয়ে ছিল আগে থেকেই। জঙ্গিরা হামলা শুরু করতেই পাল্টা হামলা হয় জঙ্গিদের ওপর। এজন্য তৈরি ছিলনা জঙ্গিরা। আফগান সেনার অঝোরে গুলিবর্ষণে লুটিয়ে পড়তে থাকে জঙ্গিরা।
৩১ জন জঙ্গিকে ওই ঘটনায় গুলিতে ঝাঁঝরা করে শেষ করতে সক্ষম হয়েছে সেনা। ১৫ জন জঙ্গি গুলিতে গুরুতর জখম হয়েছে। আফগান সেনার তরফে দাবি করা হয়েছে ৩১ জন মৃত জঙ্গির মধ্যে ১৩ জন বিদেশি নাগরিক। বিদেশি জঙ্গিদের সঙ্গে তালিবান সংশ্রব রাখবে না একথা মার্কিন মুলুকের সঙ্গে আফগানিস্তান নিয়ে শান্তি চুক্তিতে সম্মত হলেও তালিবান তা বাস্তবে করছে না বলে এদিন দাবি করে আফগান সেনা। তবে এদিনের জঙ্গি দমন বড় সাফল্য হিসাবেই দেখছে আফগান সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা