১২২ জনের প্রাণ কাড়ল হড়পা বানের উত্তাল জল
হড়পা বান সব সময়ই ভয়ংকর। তার উত্তাল জলরাশির ধাক্কায় খড়কুটোর মত ভেসে যায় অনেক কিছু। ১২২টি প্রাণ এবার কেড়ে নিল এই হড়পা বান।

কাবুল : হড়পা বানের আচমকা ধাক্কা অনেক সময়ই সামলে উঠতে পারেননা বহু মানুষ। অনেক বসতি হড়পা বানের মুখে পড়ে। শেষ হয়ে যায় বহু প্রাণ। এবার তেমনই একটি ধাক্কা আছড়ে পড়ল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিয়ে গেল ১২২টি প্রাণ। এছাড়া ১৪৭ জন প্রাণে বাঁচলেও আহত হয়েছেন। অনেক মানুষের খোঁজ নেই। তাঁরা জলের তোড়ে কোথায় হারিয়ে গেছেন তার খোঁজ চলছে। তছনছ হয়ে গেছে এলাকার পর এলাকা।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে। আফগানিস্তানের ১২টি জেলায় এই হড়পা বান হানা দেয়। গত মঙ্গলবার রাত থেকে বুধবার গভীর রাত পর্যন্ত বানের তোড়ে হারিয়ে গেছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা পারওয়ান প্রদেশের। সেখানে গত মঙ্গলবার রাতে হড়পা বান কেড়ে নিয়ে গেছে ৮৫টি প্রাণ। ১১০ জন মানুষ আহত হন। তাঁদের অনেকের জখমই গুরুতর। অনেকেই হারিয়ে গেছেন।
খোদ কাবুলও এই হড়পা বানের মুখে পড়েছে। বহু পরিবার এই হড়পা বানের মুখে পড়ে ঘরবাড়ি হারিয়েছে। অনেক এলাকাই বিধ্বস্ত। দুর্গত মানুষজনের পাশে দাঁড়াতে, তাঁদের যাবতীয় সাহায্য পৌঁছে দিতে সেনা নামিয়েছে আফগান সরকার। সেনাই পুরো উদ্ধারকাজ সামলাচ্ছে। দুর্গত মানুষজনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, পানীয় জল। এছাড়া আহতদের চিকিৎসাকেন্দ্রে পৌঁছনোর কাজও করছে সেনা।
বহু মানুষ হড়পা বানের মুখে পড়ে নিখোঁজ। তাঁদের খোঁজও চলছে পুরোদমে। ১২টি প্রদেশের স্থানীয় প্রশাসনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। কারণ হড়পা বান যেমন ১২২ জনের প্রাণ কেড়েছে, তেমনই বহু বাড়িঘর শেষ করে দিয়েছে। আফগান সরকারের তরফে জানানো হয়েছে এখনও দেড় হাজারের ওপর বাড়ি হড়পা বান ধুয়ে নিয়ে গেছে। ২৩টি দোকান নিশ্চিহ্ন হয়ে গেছে। ১ হাজার ১০০ হেক্টর চাষ জমি জলের তলায় চলে গেছে। এছাড়া বড় ক্ষতি হয়েছে গবাদি পশুর। এখনও ৬০০-র ওপর গবাদি পশুর মৃত্যু হয়েছে। অনেক গবাদি পশু ভেসে গেছে জলের তোড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা