জঙ্গিদের থেকে প্রাণ বাঁচিয়ে অন্যদেশে পালালেন ১ হাজার সেনা
জঙ্গিরা কোণঠাসা করে ফেলেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে সীমান্ত পার করা ছাড়া উপায় ছিলনা ১ হাজারের ওপর সৈন্যের। প্রাণ বাঁচাতে সেটাই করলেন তাঁরা।
জঙ্গিদের সঙ্গে এঁটে উঠতে না পারলে প্রাণ বাঁচানো ছাড়া উপায় কী! তাই দেশের জমি তালিবানের নিয়ন্ত্রণ মুক্ত করার লড়াইয়ে পাল্টা সেনাই পিছু হঠতে বাধ্য হল। আর পিছু হঠার ক্ষেত্রে তারা প্রাণ বাঁচাতে দেশের সীমানা পার করে পৌঁছে গেল প্রতিবেশি দেশে। এমনই ঘটনা ঘটেছে গত সোমবার রাতে।
আফগানিস্তানের উত্তর অংশে তালিবানের নিয়ন্ত্রণ যথেষ্ট। তাদের থেকে সেই নিয়ন্ত্রণ দেশের সরকার নিজের হাতে নিতে বদ্ধ পরিকর।
আফগান সেনা সেখানে তালিবান হঠাতে লড়াই শুরু করে। কিন্তু সেখানে পাল্টা তালিবানই তাদের দাপুটে লড়াইয়ে আফগান সেনাকে পিছু হঠতে বাধ্য করে।
এমনকি যা পরিস্থিতি দাঁড়ায় তাতে সীমানা পার করে প্রতিবেশি তাজিকিস্তানে না পালালে আফগান সেনার পালানোর অন্য কোনও পথ ছিলনা। সোমবার রাতে তাই পিছু হঠে তাজিকিস্তানে আশ্রয় নিলেন ১ হাজারের ওপর আফগান সেনা।
অবশ্য এমনটা প্রথম নয়, গত ৩ দিনে ৩ খেপে আফগান সেনা তালিবানের তাড়া খেয়ে পালাতে বাধ্য হল। তাদের দেশে যে আফগান সেনা শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে তা জানিয়েছে তাজিকিস্তান সরকার।
আফগানিস্তান থেকে ২০ বছর পর সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা, ব্রিটেন সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত কয়েকটি দেশ। আফগান সেনাকেই এবার তাদের দেশ রক্ষা করতে হবে। এই পরিস্থিতিতে কিন্তু তালিবান দাপটের সামনে মাঝেমধ্যেই পিছু হটছে আফগান সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা