কে ছিলেন না হেলিকপ্টারে! তাবড় রাজনৈতিক নেতা থেকে এলাকার ডেপুটি কমান্ডার। এমন হুজ হুদের নিয়ে ওড়া সেনা হেলিকপ্টার মাঝ আকাশেই ভেঙে পড়ল। মৃত্যু হল ২৫ জনের। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ফারা প্রদেশের আনার দারা এলাকায়। এই এলাকা তালিবানদের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত বলে জানিয়েছেন আফগান সেনা মুখপাত্র নূর খালিকি। তবে তিনি একটা স্পষ্ট করেননি যে এই হেলিকপ্টার ভেঙে পড়ার পিছনে তালিবানি হাত আছে কিনা। শুধু এটা জানিয়েছেন ২টি হেলিকপ্টার একসঙ্গে সেখান দিয়ে উড়ছিল। যেখানে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে ফারা প্রদেশ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে হেলিকপ্টারটি ওই পাহাড়ি এলাকায় একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে।
সেনা বা প্রশাসনের তরফে তালিবান হামলার কথা না জানানো হলেও তালিবানের তরফে ঘটনার পরই এক দায় স্বীকার করে দাবি করা হয় যে তারাই হেলিকপ্টারটিকে সরাসরি আক্রমণ করে নামিয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)