মাঝ আকাশে বিমান থেকে খসে পড়ল মানুষ
মাঝ আকাশে বিমান। ক্রমশ তা মাথা ঈষৎ উঁচিয়ে আস্তে আস্তে আরও উপরে উঠে যাচ্ছে। সেই উড়ন্ত বিমান থেকে আচমকাই হাড় হিম করা দৃশ্য নজর কাড়ল সকলের।
কাবুল বিমানবন্দর থেকে বিমানে চড়ে পালাতে চাইছেন মানুষজন। যেকোনও মূল্যে দেশ ছাড়তে চাইছেন তাঁরা। এজন্য ঠাসাঠাসি করে বিমানে মাথা গুঁজে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন হাজার হাজার মানুষ।
এর মধ্যেই এক ভয়ংকর দৃশ্য গোটা বিশ্বের হাড় হিম করে দিল। কাবুল বিমানবন্দর থেকে এভাবেই একটি বিমান আকাশে ওড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিমানের চাকার কাছে নিজেদের বেঁধে নেন ৩ জন।
বিমানে তো জায়গা নেই। তাই চড়ার সুযোগ নেই। তবু পরে আর বিমান আদৌ পাওয়া যাবে কি যাবে না একথা ভেবে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে চাকার কাছে নিজেদের দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলেন। বিমানের সঙ্গে আকাশে ওই অবস্থাতেই উড়ে অন্য দেশে পালাতে চাইছিলেন তাঁরা।
এদিকে বিমান আকাশে ওড়ে। বিমানটি আকাশে ওড়ের কিছুক্ষণ পরই ওপর থেকে মানুষকে পড়তে দেখা যায়। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কালো ফুটকির মত কিছু বিমান থেকে খসে পড়ছে।
জানা যাচ্ছে ওই উচ্চতা থেকে খসে পড়েন নিজেদের চাকার কাছে বেঁধে পালানোর চেষ্টা করা মানুষগুলো। ৩ জনই পড়ে যান নিচে।
ওই উচ্চতা থেকে নিচে পড়ে যে তাঁরা প্রাণে বাঁচবেন না তা অনুমেয়ই ছিল। এমনই আর এক ঘটনা নিয়েও বিশ্বে চর্চা চলছে।
কাবুল বিমানবন্দর থেকে বিমান ছাড়ার পর যখন তা রানওয়ের দিকে যাচ্ছে তখন বিমানের পাশে পাশে ছুটতে থাকেন বহু মানুষ। এমন শোনা যাচ্ছে সে সময় বিমানের চাকায় কয়েকজন পিষে যান।