তালিবানি ফতোয়া, বিয়ের পোশাকের বিজ্ঞাপনে লেপা হল সাদা রং
তালিবানি ফতোয়ার নমুনা একে একে প্রকাশ পেতে শুরু করেছে। শহর জুড়ে বিয়ের পোশাকের যাবতীয় বিজ্ঞাপনে সাদা রং লেপে দিয়েছে তারা।
বিজ্ঞাপনে মহিলাদের খোলা চুলে দেখা যাচ্ছে। পরনে বিয়ের জমকালো পোশাক। আদপে এটা বিয়ের পোশাকের বিজ্ঞাপন। যা ছড়িয়ে রয়েছে কাবুল শহরের বিভিন্ন জায়গায়।
রাস্তার ওপরই অন্য বিজ্ঞাপনের সঙ্গে শোভা পাচ্ছে বিয়ের পোশাকের এমন বিজ্ঞাপনও। তালিবান কাবুল দখলে নিতে শুরু করেছে রবিবার থেকে। আর পুরো দখল নিয়েছে সোমবারই।
তারপরই সেখানে শুরু হয়ে গেছে ফতোয়া জারি। রাস্তায় বিয়ের পোশাকের যাবতীয় বিজ্ঞাপনে যেহেতু মহিলাদের খোলা চুলে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে, তাই সেসব বিজ্ঞাপনে সাদা রং লেপে দিয়েছে তারা। প্রসঙ্গত মহিলাদের বোরখা ছাড়া প্রকাশ্যে ঘোরা মানা তালিবান শাসনে।
তালিবান শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে। কাবুল শহরের সব দোকানপাট বন্ধ। গাড়ি প্রায় চলছে না বললেই হয়। এদিকে সরকারি কর্মীদের কাজে ফেরার হুকুম দিয়েছে তালিবান।
শহরে যদি তারা সাধারণ মানুষকে দেখতেও পাচ্ছে তো তাদের তল্লাশি হচ্ছে। তাদের সঙ্গে মোবাইল থাকলে তা ঘেঁটে দেখা হচ্ছে ওই ব্যক্তি কোনওভাবে তালিবান বিরোধী কোনও কিছুর সঙ্গে যুক্ত কিনা। তিনি কোথায় ফোন করেছেন।
কাবুলের সব সরকারি অফিস ও সংবাদমাধ্যমের অফিসে হানা দিচ্ছে তালিবান জঙ্গিরা। পুরো অফিস তল্লাট খানা তল্লাশি করে দেখছে তারা।
শুধু তাই নয়, শহরের প্রায় প্রতিটি পরিবারে ঢুকে নজরদারি চালাচ্ছে তালিবান জঙ্গিরা। তালিবান বিরোধী গন্ধ পেলে আর রক্ষে নেই। কার্যত গোটা শহরে দাপিয়ে বেড়াচ্ছে বন্দুকধারী তালিবান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা