বাড়ির ঘটি, বাটি থেকে রেডিও, ফ্রিজ, রাস্তায় ফেলে বিক্রি করছেন ওঁরা
বাড়িতে যা ছিল, হাতের কাছে যা পাচ্ছেন, তাই বিক্রি করে দিচ্ছেন তাঁরা। লক্ষ্য একটাই, পরিবার নিয়ে কোনোভাবে বাঁচার রাস্তা খুঁজে নেওয়া।
বিছানার বেডশিটটাই সকলে বেছে নিচ্ছেন খোলা রাস্তার ওপর পাতার জন্য। তার ওপর রাখছেন বাড়িতে যা ছিল, ঘটি, বাটি, থালা বাসন, কাপ, প্লেট। আবার রেডিও, টিভি, ফ্রিজ তাও বিক্রি আছে।
রাস্তার ওপর এসব বাড়িতে ব্যবহৃত জিনিস নিয়ে তাঁরা দিনভর অপেক্ষা করছেন। যদি একটাও কিছু বিক্রি হয়। যা দাম পাওয়া যায়। কারও ভাগ্যে ক্রেতা জুটছে তো কারও ভাগ্যে জুটছে না। তবু আশায় বুক বেঁধে অপেক্ষা। যদি বিক্রি হয়।
কাবুলের রাস্তায় এখন এটাই পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ‘রেডিও আজাদি’ নামে একটি মাধ্যম এই তথ্য সামনে এনেছে।
তাদের দাবি, এই মানুষগুলো কাবুলে রয়ে গেছেন। কোথাও এখনও যেতে পারেননি। তাঁরা চাইছেন পরিবার নিয়ে বাঁচতে। পরিবারের মুখে কিছু তুলে দিতে।
রোজগার নেই। ঘরে খাবার নেই। তালিবান দখলে থাকা দেশে এখন খাবারের দাম আকাশছোঁয়া। এই অবস্থায় বাড়ির জিনিসপত্র বিক্রি করে যদি কিছু রোজগার করা যায়।
এটা যেমন কিছু মানুষ ভাবছেন তেমনই আবার কিছু মানুষ বাড়ির জিনিস বিক্রি করে সেই অর্থ নিয়ে দেশ থেকে পরিবার নিয়ে পালাতে চাইছেন।
এমনিতেই ওইসব জিনিস তাঁরা সঙ্গে নিতে পারবেননা। অন্যত্র শরণার্থী হয়ে পরিবার নিয়ে পাড়ি দিতে হবে। তাই সেসব বেচে বরং কিছু টাকা পকেটে থাকলে কিছুটা ভরসা মেলে।
গত ১৫ অগাস্ট কাবুল দখলে নেয় তালিবান। তারপর থেকে আফগানিস্তান জুড়ে খাবারের জন্য হাহাকার নজর কেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা