পর্দার আড়ালেই শুরু হল বিশ্ববিদ্যালয়ের ক্লাস
পর্দার আড়াল রেখেই শুরু হল ক্লাস। সোমবার থেকে খুলে গেল বিশ্ববিদ্যালয়ের দরজা। এ এক নিউ নর্মাল শিক্ষা প্রাঙ্গণ।
দেশ ছেড়ে মানুষ পালাচ্ছেন। খাবারের অভাব বাড়ছে। স্বাধীনতা চাপা পড়েছে ফতোয়ার পায়ের তলায়। এই পরিস্থিতিতেই কিন্তু আফগানিস্তানে তালিবান রাজত্বে শুরু হল বিশ্ববিদ্যালয়ের ক্লাস।
তালিবানের তরফে দেশে এখন সব ক্ষেত্রেই ফতোয়া জারি হচ্ছে। যা ক্লাসের ক্ষেত্রেও হয়েছে বলে খবর। সেখানকার আমাজ নিউজ ট্যুইট করে কয়েকটি একটি ছবি প্রকাশ করেছে। যা দেখে গোটা বিশ্ব হতবাক।
ছবিগুলিতে দেখা গেছে একটি ক্লাসের মধ্যে ডেস্কে ছাত্র ও ছাত্রীরা বসে আছেন। আলাদা আলাদা বসার ব্যবস্থা। ছাত্রী ও ছাত্রদের মাঝে টাঙানো রয়েছে পর্দা। পর্দার আড়াল রেখেই ছাত্র ও ছাত্রীরা ক্লাস করছেন বিশ্ববিদ্যালয়ে। যদিও এই ছবির সত্যতা যাচাই করা হয়নি।
তালিবান শাসনে আফগানিস্তান যে নিউ নর্মাল এক জীবন পেতে চলেছে তা অনেকটাই পরিস্কার। এর আগেও তালিবান শাসন দেখেছে এই দেশ। ফের সেই ফতোয়া নির্ভর জীবন শুরু।
জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সময় কতটা হবে, কীভাবে পড়ানো হবে তাও স্থির করে দেওয়া হয়েছে তালিবানের তরফে। ফলে শিক্ষাঙ্গনেও এখন তালিবান শাসন। এর মধ্যেই পড়াশোনা এগোতে হবে সেখানকার ছাত্রছাত্রীদের।
তবে নারী শিক্ষা নিয়ে বিশেষ উৎসাহ না থাকলেও ছাত্রীদের ক্লাস করতে যে ছাড় দেওয়া হয়েছে তা দেখে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে গোটা বিশ্ব।
জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের পড়ানোর জন্য পুরুষ নয়, মহিলা অধ্যাপিকা থাকতে হবে বলে তালিবানের তরফে নাকি জানানো হয়েছে।