World

রঙিন পোশাকে হাসিমুখে সেজেগুজে অভিনব এক প্রতিবাদ

প্রতিবাদী মুখ মানেই কঠিন মুখ। এক দৃঢ় মন মুখে স্পষ্ট প্রকাশিত হয়। কিন্তু রঙিন পোশাকে সেজেগুজে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিয়ে প্রতিবাদ সহজে দেখা যায়না।

ওঁরা রঙিন পোশাকে একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছেন। যা দেখে মনে হতেই পারে যে একটা পার্টি বা বিয়ের মত কোনও অনুষ্ঠান ছিল। যেখানে সকলে একত্র হয়েছিলেন। আর তাঁরা সকলে মিলে সেখানে ছবি দিয়েছেন।

সেই ছবি হয়তো সোশ্যাল সাইটে আপলোড করেছেন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে। হতেই পারে পরিচিত, বন্ধুদের সঙ্গে তাঁদের এই খুশি আর একসঙ্গে হওয়া ভাগাভাগি করে নিতে চাইছেন তাঁরা।


অন্তত ছবিটা দেখার পর যে কারও তাই মনে হবে। সহজ কথায় আর যাই মনে হোক এ ছবি কোনও অর্থে যে কঠিন বাস্তবের জমিতে দাঁড়িয়ে এক প্রবল প্রতিবাদ হতে পারে তা মেনে নেওয়া শক্ত। কিন্তু সেটাই হয়েছে।

তালিবান আফগানিস্তান দখলের পর সেখানে শিক্ষাঙ্গনে ছাত্রী থেকে শিক্ষিকা সকলকেই হিজাব পরে ক্লাসে আসার ফতোয়া জারি করেছে তারা। তারই বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আফগান মহিলারা।


বিভিন্ন বয়সের আফগান মহিলারা একসঙ্গে এমন রঙিন পোশাকে নিজেদের ফটো আপলোড করে কার্যত তালিবান ফতোয়ার বিরুদ্ধে প্রকাশ্যেই প্রতিবাদ গড়ে তুলেছেন।

হিজাব যেহেতু কালো রঙের হয়, তাই তার পাল্টা রঙিন পোশাকে আফগান মহিলারা সেজে উঠেছেন। এই রঙিন পোশাকেও কিন্তু একটা বার্তা আছে।

এমন পোশাক আফগানিস্তানেরই পুরনো পরিচ্ছদ। তাতেই সেজে উঠেছেন অনেকে। এটাই বলার চেষ্টা যে আফগানিস্তানের মাটিতেই সনাতনি পোশাক ছিল এমন রঙিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button