গান বাজছে কেন, সব তছনছ করে গুলি চলল বিয়েবাড়িতে
বিয়ের অনুষ্ঠানে গান বাজা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গান কেন বাজছে সেই প্রশ্ন তুলে ৩ বন্দুকবাজের কবলে পড়লেন বিয়েবাড়ির লোকজন।
বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল। দেশজুড়ে এক হাহাকারের মধ্যেও ওইটুকু আনন্দ ভাগ করে নিচ্ছিলেন সকলে। খরচ ভাগাভাগি করে নিতে একই এলাকার ৪ বরকনের বিয়ে একসঙ্গে হচ্ছিল। তাতে বরকনে মিলিয়ে ৮টি পরিবারের লোকজন একত্র হয়েছিলেন।
একটি জায়গায় কেবল মহিলারা ছিলেন। সেখানেই চলছিল একটি মিউজিক বক্সে গান। আচমকাই সেই অনুষ্ঠানে ঢুকে আসে ৩ জন। এসেই চোটপাট শুরু করে তারা। কেন গান বাজছে তা নিয়ে প্রশ্ন তোলে। নিজেদের তালিবান বলে পরিচয় দিয়ে তারা জানায় বিয়ের অনুষ্ঠানে গান বাজানো যাবেনা।
মিউজিক বক্স ভেঙে বিয়েবাড়িতে তাণ্ডব চালাতে থাকে তারা। রুখে দাঁড়ান বিয়েবাড়িতে আসা মানুষজন। প্রতিরোধ হতে আরও তেলেবেগুনে জ্বলে ওঠে ওই ৩ যুবক। বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে তারা।
তাদের এলোপাথাড়ি গুলিতে ১০ জন আহত হন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়। বিয়েবাড়ি জুড়ে শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের নানগরহার প্রদেশের সুখ-রোদ জেলায়। বিয়েবাড়িতে হাজির মানুষজন কিন্তু জানিয়েছেন তাঁরা স্থানীয় তালিবান প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই বিয়েবাড়িতে গান বাজাচ্ছিলেন।
আফগানিস্তানের শাসনভার হাতে নেওয়ার পর এখন দেশের মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি ভাল করতে মরিয়া তালিবান। এই ঘটনায় অস্বস্তিতে পড়া তালিবান প্রশাসন জানিয়েছে ওই ৩ যুবককেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
নিজেদের পিঠ বাঁচাতে তারা এও জানিয়েছে যে এই ঘটনায় তালিবানের হাত নেই। তাদের নাম ব্যবহার করে তাণ্ডব চালায় ওই ৩ যুবক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা