খিদের জ্বালায় ফুটপাথে বসে খাবার বেচছেন জনপ্রিয় টিভি অ্যাংকর
খিদের জ্বালা মেটাতে এবার ফুটপাথে খাবার বিক্রি করতে বসতে হল এক টিভি অ্যাংকরকে। বিভিন্ন চ্যানেলে অ্যাংকরিং-এর সুবাদে তিনি পরিচিত মুখ।
দেশের যা পরিস্থিতি তাতে কাজ গিয়েছে। যা জমানো ছিল তাও প্রায় শেষ। খিদের জ্বালা তো সেসব শুনবে না। তাই নিজের এবং পরিবারের খিদে মেটাতে এবার খাবার নিয়েই ফুটপাথের কোণায় জায়গা হল এক জনপ্রিয় টিভি অ্যাংকরের।
ফুটপাথে বসে সামান্য কিছু খাবার বেচে যদি কিছু আয় হয় তাহলে পরিবারটা চলে। আপাতত সেই লক্ষ্যেই দিনরাত এক করে তিনি ফুটপাথে বসে অপেক্ষায় থাকেন ক্রেতার। যদিও দেশে কেনাকাটার পরিস্থিতিও বড় একটা সুবিধের নয়। দারিদ্র এতটাই গ্রাস করেছে অধিকাংশ পরিবারকে।
এই করুণ ছবি উঠে এসেছে আফগানিস্তানের হামিদ কারজাই সরকারের এক আধিকারিকের ট্যুইটে। সেখানে দেখা গেছে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার আগেও দাপটে টিভিতে অ্যাংকরিং ও সাংবাদিকতা করা জনপ্রিয় মুখ মুসা মহম্মদি এক মুখ দাড়ি নিয়ে ফুটপাথের ধারে বসে খাবার বেচছেন। এই পরিণতি তুলে ধরার পর নানা মহল নড়েচড়ে বসেছে।
আফগানিস্তানের ন্যাশনাল রেডিও এবং টেলিভিশন-এর ডিরেক্টর আহমদুল্লা ওয়াসিক এই ছবি দেখার পর আশ্বাস দিয়ে লিখেছেন যে তিনি বিষয়টি দেখবেন। মুসা মহম্মদি যাতে তাঁর দফতরে কাজ পান সেটাও দেখবেন তিনি। কিছুদিনের মধ্যেই তিনি ব্যবস্থা করবেন।
এ আশ্বাস আশার আলো জাগিয়েছে। মুসা ফের হয়তো ফিরতে পারেন তাঁর চেনা গণ্ডিতে। কিন্তু তাঁর এই করুণ পরিস্থিতি গোটা আফগানিস্তানের দক্ষ কর্মীদের চরম পরিস্থিতি তুলে ধরল পৃথিবীর সামনে।