গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর তাতেই নাজেহাল অবস্থা আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বিস্তীর্ণ অংশের। আফগান সীমানা পারে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশেরও একই দশা। সেখানেও এই বৃষ্টি জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে। কান্দাহারে প্রবল বৃষ্টির জেরে হড়কা বান থাবা বসিয়েছে। যেসব জায়গায় সাধারণ মানুষের বাস। শহর, গ্রাম। সেখানকার রাস্তাঘাট দিয়ে এখন প্রবল তোড়ে বইছে হড়কা বান। নদীর জলের মত বইছে জল।
কান্দাহারে হড়কা বানে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। ১০ জন জলের তোড়ে ভেসে গেছেন। তাঁদের কোনও খোঁজ নেই। হড়কা বানে একের পর এক বাড়ি খড়কুটোর মত ভেসে গেছে। শয়ে শয়ে বাড়িঘর ভেসে গেছে। বহু মানুষ সর্বস্ব হারিয়ে হাহাকার করছেন।
বৃষ্টি কিন্তু এখনই থামছে না। এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে অবস্থা আরও ঘোরালো হতে পারে বলেই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আতান্তরে পড়া মানুষজনকে উদ্ধার করতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)