শুরু হয়েছিল গত শনিবার। তারপর টানা লড়াই চলেছে। দিন রাত এক করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে সুরক্ষাবাহিনী। জঙ্গিরাও তাদের লড়াই অব্যাহত রেখে যায়। অবশেষে এল সাফল্য। জঙ্গিদের দখলে থাকা এলাকা থেকে তাদের হঠাতে যে যুদ্ধ সুরক্ষা বাহিনী শুরু করেছিল তাতে সাফল্য আসে। ৩ দিনে সুরক্ষা বাহিনীর গুলিতে ৯৯ জন জঙ্গি খতম হয়েছে। অন্যদিকে সুরক্ষা বাহিনীর ১২ জনের প্রাণ গেছে। সরকারের জন্য এটা একটা ক্ষতি। তবে জঙ্গিদের হঠাতে বদ্ধপরিকর ছিলেন সরকারি সুরক্ষাবাহিনীর প্রত্যেকে। ফলে তাঁরাও জঙ্গিদের না হটিয়ে দম নেননি।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের বালা-মুরঘাব জেলায়। এই জেলায় শক্ত ঘাঁটি রয়েছে তালিবানদের। তারা জেলার মধ্যভাগটাই দখল করে বসে ছিল। এখান থেকে তালিবানদের হঠাতে গত শনিবার সরকার সুরক্ষাবাহিনী পাঠায়। শুরু হয় জঙ্গিদের হঠাতে গুলির লড়াই। প্রবল গুলির লড়াই চলতেই থাকে। তালিবানরাও ওই এলাকা ছেড়ে না যেতে লড়ে যায়। এতে ৯৯ জন জঙ্গি খতম হয়েছে। ২৫ জন জঙ্গি গুরুতর আহত হয়েছে। আহত হয়েছেন সুরক্ষাবাহিনীর ৩৪ জন।
আফগান সুরক্ষাবাহিনী ও তালিবান জঙ্গিদের এই লড়াইয়ে অবশ্য স্থানীয় বাসিন্দাদের ক্ষতি হয়নি। তাঁরা বাড়িতেই বন্দি হয়েছিলেন ঠিকই। তবে তাঁদের গায়ে আঁচ লাগেনি। এদিকে তালিবান জঙ্গিরা অবশেষে পিছু হঠতে এলাকার দখল নেয় সুরক্ষাবাহিনী। জঙ্গিদের প্রচুর অস্ত্র নষ্ট করে দেওয়া হয়। জঙ্গিদের কয়েকটি গাড়িও নষ্ট করে দেয় বাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)