ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। পারওয়ান প্রদেশের সিয়াগার্দ জেলায় এদিন একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনের বেশি। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে স্কুলের কাছে দাঁড়ায়। তারপর গাড়িতে রাখা বিস্ফোরক ফাটিয়ে দেয়। এদিন একটি স্কুলের সামনে বিস্ফোরণটি হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান বিস্ফোরণের পিছনে তালিবানদেরই হাত রয়েছে।
Leave a Reply