ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। বুধবারের আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ আফগান পুলিশকর্মীর। আহতের সংখ্যা ১৪। জখমদের মধ্যে ৮ জন সাধারণ নাগরিক। ২ জন শিশুও রয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন ৪ পুলিশকর্মী। তাঁদের প্রত্যেকের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন জনা চারেক জঙ্গি হামলা চালায় আফগানিস্তানের লোগার প্রদেশের একটি থানায়।
আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতিতে জানান হয়েছে, সকালবেলা হঠাৎ থানা চত্বরে বিস্ফোরকে ঠাসা গাড়ি নিয়ে ঢুকে পড়ে ১ আত্মঘাতী জঙ্গি। কোনওভাবে তাকে রোখার আগেই বিস্ফোরক ঠাসা গাড়িটিতে বিস্ফোরণ হয়। অতর্কিত বিস্ফোরণে ঘটনাস্থলে ছিন্নভিন্ন হয়ে যান ৩ পুলিশ আধিকারিক। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণের মধ্যেই ফের আত্মঘাতী হামলা চালাতে থানা চত্বরে প্রবেশের চেষ্টা করে ৩ জঙ্গি। কিন্তু ততক্ষণে সতর্ক হয়ে গিয়েছিলেন আফগান নিরাপত্তারক্ষীরা। সন্ত্রাসবাদীরা নিজেদের উড়িয়ে দেওয়ার আগেই তাদের গুলি করে নিকেশ করেন তাঁরা। এদিনের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালিবান। অন্যদিকে আইসিসও এদিনের হামলার দায় নিজেদের ঘাড়ে নিয়েছে।