সামনেই ইদ। তার আগে এখন চলছে পবিত্র রমজান মাসের কঠিন নিয়ম পালন। এই সময়ে বহু মুসলিম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখেন। সোমবার আফগানিস্তানের গ্রামোন্নয়ন মন্ত্রকের দফতর থেকে বেশ কয়েকজন কর্মচারি দুপুরেই ছুটি নিয়ে বেরিয়ে পড়েন। রমজান মাস উপলক্ষে তাঁরা একটু আগেই অফিস থেকে বেরিয়ে অফিসেরই গেটের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
আফগান পুলিশ জানাচ্ছে, এই সময়ে এক ব্যক্তি গায়ে বিস্ফোরক বাঁধা অবস্থায় এসে তাঁদের পাশে এসে দাঁড়ায়। তারপর গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অনেকের দেহ। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। ৩১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।
ইদ উপলক্ষে এক সপ্তাহের জন্য তালিবানদের বিরুদ্ধে কোনও অপারেশন বন্ধ রেখেছে আফগান প্রশাসন। অন্যদিকে তালিবানরাও ইদের সময়ে আফগান পুলিশের ওপর হামলা করবে না বলে জানিয়েছে। এই অবস্থায় এদিনের বিস্ফোরণ কারা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।