শহরের অভিজাত এলাকাটি কূটনৈতিক অঞ্চল হিসাবেই পরিচিতি। এখানে রয়েছে বেশকয়েকটি দূতাবাস। প্রচুর গুরুত্বপূর্ণ দফতরের বিল্ডিংও এই এলাকায়। সেই এলাকাতেই এবার হামলা চালাল জঙ্গিরা। গত সোমবার কাবুলে ঘটা এই ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩২, আহত ২০ জন।
গত সোমবার দুপুরে একটি অফিস বিল্ডিংয়ের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় ১ জঙ্গি। এই দফতরটির কাজই ছিল জঙ্গি হানায় ও যুদ্ধে নিহত সৈন্য ও সাধারণ মানুষের পরিবারকে সাহায্য যোগানো। গাড়িবোমা বিস্ফোরণের সুযোগ নিয়ে অন্তত ২ জন জঙ্গি এরপর ঢুকে পড়ে বিল্ডিংটির ভেতর। সেখানে থাকা মানুষজনকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়তে থাকে। পরে সেখানে হাজির হয় নিরাপত্তাবাহিনী।
জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৮ জন নিরীহ মানুষ। আত্মঘাতী জঙ্গি সমেত অপর ২ জঙ্গিকেও খতম করে নিরাপত্তাবাহিনী। প্রাণ হারিয়েছেন ১ আফগান পুলিশকর্মীও। মোট ৩৫৭ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)