রাস্তার ধার ঘেঁষা ধুলো ভরা পথ। সেখান দিয়েই হেঁটে যাচ্ছিলেন ৫ মহিলা ও ২ শিশু। নেহাতই সাধারণ মানুষ। পুলিশের ধারণা রাস্তায় লুকিয়ে ছিল ল্যান্ডমাইনের রূপে আইইডি-র মারণ থাবা। মাটিতে পোঁতা ল্যান্ডমাইনের প্রেশার প্লেটের ওপর কোনওভাবে পা পড়ে যায় এঁদের কারও। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৫ মহিলা ও ২ শিশু। ঘটনাস্থলেই ৪ মহিলা ও ২ শিশুর মৃত্যু হয়। ১ জন মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের শিরিন তাগাব জেলার গঞ্জি এলাকায়। এভাবে তালিবানরাই ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত আফগানিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপে ২০১৮ সালের প্রথম ৯ মাসে ২ হাজার ৭৯০ জন সাধারণ আফগানের প্রাণ গেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)