World

কাকভোরে নির্মাণ সংস্থার দফতরে জঙ্গি হামলা, মৃত ১৬

কাকভোরে একটি নির্মাণ সংস্থার দফতরে হামলা চালাল জঙ্গিরা। সংস্থার দফতরে ঢুকে তারা গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের গুলিতে সংস্থার ১৬ জন কর্মীর মৃত্যু হয়। ৯ জন আহত হন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে ওই নির্মাণ সংস্থার দফতর ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই। দীর্ঘক্ষণ সেই লড়াই চলার পর অবশেষে ৫ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী।

বুধবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের জালালাবাদ শহরে। এখানে নানগরহার বিমানবন্দরের কাছেই এমকিউ বিল্ডিং সংস্থার দফতর। সেই দফতরেই এদিন হামলা হয়। দুপুরের দিকে ৫ জঙ্গি খতম হওয়ার পর গুলির লড়াই থামে। বাড়িতে ঢুকে পড়ে সুরক্ষাবাহিনী। তখনও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা তন্নতন্ন করে তল্লাশি করে দেখে বাহিনী। এই জঙ্গি হামলায় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি, ২টি আত্মঘাতীর জন্য বিস্ফোরক বোঝাই পোশাক উদ্ধার করেছে আফগান সুরক্ষাবাহিনী। সেগুলি নষ্টও করে দেওয়া হয়।


এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে আফগান পুলিশ জানাচ্ছে, জালালাবাদের আশপাশে তালিবান ও আইএস ২ সন্ত্রাসবাদী সংগঠনেরই প্রভাব রয়েছে। ফলে এদের মধ্যে যে কোনও একটি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button