হাজারা মাইনরিটি কমিউনিটি। শিয়া মুসলিম সমাজের একটি শাখা। তাদেরই কয়েক হাজার সদস্য বৃহস্পতিবার জমা হয়েছিলেন হাজারা নেতা আবদুল আলি মাজারি-র মৃত্যুবার্ষিকী পালন করতে। সেখানে তখন ভাষণ দিচ্ছিলেন আফগানিস্তানের চিফ এক্সিকিউটিভ আবদুল্লা আবদুল্লা। ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল লতিফ পেদ্রাম। কাবুলে সেই হাজার হাজার মানুষের ভিড়ে এদিন বিকেলে আছড়ে পড়ে পরপর ৭টি মর্টার। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে মর্টারের ঘায়ে আছড়ে পড়েন অনেকে। দ্রুত সেখান থেকে নেতৃস্থানীয়দের সরিয়ে নিয়ে যান সুরক্ষাকর্মীরা।
এই মর্টার হানায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। ২২ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। জমায়েত যেখানে হয়েছিল তার কাছেই একটি বাড়ির ছাদ থেকে এই মর্টার ছোঁড়া হয়। যে জঙ্গিরা মর্টার ছোঁড়ে তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।
ঘটনার পরই দ্রুত অনুষ্ঠান বন্ধ করে সকলকে জায়গা ফাঁকা করার নির্দেশ দেন উদ্যোক্তারা। এদিনের এই মর্টার হানার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে হাজারাদের ওপর তালিবান, আইএস, আল কায়দার মত কুখ্যাত জঙ্গি সংগঠনগুলি এর আগেও আঘাত হেনেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা