২টি জায়গায় ২টি পৃথক সময়ে আইইডি বিস্ফোরণ। তবে বিস্ফোরণ ঘটনা হয়েছে বুঝে শুনে। ২টি বিস্ফোরণ মিলিয়ে মোট ৭ জনের প্রাণ গেছে। যার মধ্যে ১ পদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন। ৩ সেনা রয়েছেন। আর রয়েছেন ৩ সাধারণ মানুষ। জোড়া বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান এর পিছনে তালিবানের হাত রয়েছে।
গত শনিবার এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। প্রথম বিস্ফোরণটি হয় গজনী প্রদেশে। আফগান সেনাদের নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। শনিবার বিকেলে সেই গাড়ি লক্ষ্য করেই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে গাড়িটির ক্ষতি হয়। ঘটনাস্থলেই ৩ আফগান সেনার মৃত্যু হয়। ৩ জন সেনা গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কান্দাহার প্রদেশে। এখানে পুলিশের এক পদস্থ আধিকারিক তাঁর ৩ অতিথিকে নিয়ে জামারি গার্ডেনে প্রবেশ করছিলেন। তখন রাত। ঠিক গেটের কাছে পৌঁছতেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঠিক গেটের মুখেই আইইডি বিস্ফোরণ করানো হয়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। ২টি বিস্ফোরণেরই তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা