বিশ্ববিদ্যালয়ের বাথরুমে বোমা লোকানো ছিল উদ্দেশ্য। সেইমত সকলের নজর এড়িয়ে সে ঢুকেও পড়েছিল বাথরুমে। কিন্তু বোমাটি সেখানে রাখার সময় আচমকাই সেটি ফেটে যায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারধার। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বোমা রাখতে আসা জঙ্গির দেহ।
বিস্ফোরণটি তখন হয় যখন অধিকাংশ ছাত্র ক্লাসে ছিল। বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র, অধ্যাপক, অশিক্ষক কর্মচারি সকলেই বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে আসেন। হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কাবুলের জাহান বিশ্ববিদ্যালয়ে। ঘটনার পরই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে পুলিশ। দ্রুত সব ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেয় তারা। তবে ওই জঙ্গি বাদ দিয়ে আরও ৩ ছাত্র আহত হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ওই জঙ্গির দেহ টুকরো টুকরো হয়ে যায়। বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করে পুলিশ। এলাকা জুড়েও শুরু হয় তল্লাশি। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হয়। বিস্ফোরণের জেরে বিশ্ববিদ্যালয় চত্বর তো বটেই ওই এলাকা জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা