গাড়িতে করে যাচ্ছিলেন সকলে। রাস্তার ওপর দিয়ে স্বাভাবিক নিয়মেই ছুটে যাচ্ছিল গাড়ি। কার আর জানা ছিল রাস্তার নিচেই লুকিয়ে আছে তাঁদের মৃত্যু পরোয়ানা! ওপর থেকে বোঝার উপায় নেই। এটাই ল্যান্ডমাইনের বিশেষত্ব। কিন্তু কোনও চাপ পড়লেই তা অ্যাকটিভ হয়ে বিস্ফোরণ ঘটায়। এমনই রাস্তার তলায় লুকোনো আইইডি বিস্ফোরণে উড়ে গেল গাড়ি। মৃত্যু হল ১০ জনের।
গাড়ির চাকা রাস্তার নিচে লুকোনো ল্যান্ডমাইনের ওপর পড়তেই তা ফেটে যায়। ভয়ংকর বিস্ফোরণে চারধার কেঁপে ওঠে। উড়ে যায় গাড়িটি। স্থানীয় সময় তখন ভোর ৫টা। সকলেই ঘুমে আচ্ছন্ন। তারমধ্যেই এমন এক ভয়ংকর বিস্ফোরণের শব্দে সকলের ঘুম ভেঙে যায়। স্থানীয় মানুষ থেকে ছুটে আসে পুলিশ। পরে ওই গাড়ির মধ্যে থেকে ১০ জনের দেহ উদ্ধার হয়। যার মধ্যে ৩টি শিশুও রয়েছে।
মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলি শর জেলায়। ঘটনার পিছনে কাদের হাত রয়েছে পরিস্কার নয়। কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান এর পিছনে তালিবানদের হাত থাকতে পারে। এদিকে ১০ জন আম নাগরিকের মৃত্যুতে নতুন করে সমালোচনার মুখে তালিবানরা। তবে আইএস যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা