
ফের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ। সোমবার সকালে নেপালি সুরক্ষাকর্মী ভর্তি একটি মিনিবাসে এই বিস্ফোরণ ঘটান হয়। বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এদিকে ঘটনার পরই বিস্ফোরণের দায় স্বীকার করে তালিবান। তালিবান নিকেশে দেশের সেনাবাহিনীর তৎপরতার বিরুদ্ধেই এই হামলা বলে জানিয়েছে তারা। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। চলে খানাতল্লাশি। পবিত্র রমজান মাস চলাকালীন কাবুলের বুকে এমন বিস্ফোরণে শহরে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল কাবুলে হামলা চালিয়েছিল তালিবান। সেই ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল।