ফের রক্তাক্ত আফগানিস্তান। কাবুলের ওয়াজির আকবর খান এলাকার সামরিক হাসপাতাল সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালে এদিন সকালে ২ জন চিকিৎসক প্রবেশ করে। হাসপাতালে চিকিৎসকদের আনাগোনা অস্বাভাবিক নয়। ফলে কেউ গুরুত্বও দেয়নি। কিন্তু দেশের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে ঢুকেই গুলিবর্ষণ শুরু করে চিকিৎসকের পোশাকে প্রবেশ করা জঙ্গিরা। হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে তারা। লুটিয়ে পড়েন রোগী থেকে হাসপাতালের কর্মী, চিকিৎসকেরা। মৃত্যু হয় ৩০ জনের। গুলিতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস।
এদিকে ঘটনার পরই হাসপাতাল ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। প্রায় ৬ ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয়। পরে এক জঙ্গি সুরক্ষাবাহিনীর গুলিতে মারা যায়। অন্যজন নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় বলে দাবি করেছে পুলিশ।