ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ৭০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ১৫ মিটার লম্বা। ওজন ১২ টন। ১ হাজার কেজি পর্যন্ত পরমাণু অস্ত্র বহনে সক্ষম। গতি আড়াই কিলোমিটার প্রতি সেকেন্ড। এমনই ক্ষমতা সম্পন্ন অগ্নি সিরিজের প্রথম ভার্সন অগ্নি-১ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ওড়িশার আবদুল কালাম দ্বীপ, যার আগে নাম ছিল হুইলার দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতীয় সেনা। নির্দিষ্ট লক্ষ্যেই এরপর আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষা সফল হয়। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি স্বল্প পাল্লার সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইলের সম্ভারে এক শক্তিশালী সংযোজন বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।