ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ হল এদিন। পারমানবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন পালক যোগ করল। ৫০০০ কিলোমিটার দূরে যে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সোমবার দুপুর দেড়টায় ওড়িশার ভদ্রক জেলার আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
এই নিয়ে সপ্তম বারের জন্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হল। স্টেট অফ দ্যা আর্ট অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলটি সফলভাবেই লক্ষ্যে আঘাত হানে। গত ৩ জুন অগ্নি-৫-এর পরীক্ষা হয়েছিল। তারপর এদিন ফের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা