মুম্বইতে প্রবল বর্ষণ এবার ভয়ংকর দুর্ঘটনার মুখে ঠেলে দিল যাত্রীবোঝাই বিমানকে। মঙ্গলবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। মূল রানওয়ে বন্ধ থাকায় পাশের রানওয়েতে নামানো হয় বিমানটিকে। জানা গেছে, বিজয়ওয়াড়া থেকে আসা যাত্রীবাহী বিমানটি ঠিকঠাকই রানওয়েতে নামে। তারপর নিয়ম মেনেই ব্রেক কষে। কিন্তু তা সত্ত্বেও তা রানওয়ে ছাড়িয়ে বেরিয়ে যায়। রানওয়ে ছেড়ে আরও প্রায় ১০ ফুট এগিয়ে যায় বিমানটি। তারপর দাঁড়িয়ে পড়ে। ফলে অল্পের জন্য রক্ষা পান বিমান ভর্তি যাত্রীরা। কিন্তু কেন এভাবে রানওয়ে ছাড়িয়ে বেরিয়ে গেল বিমানটি? প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করছেন এর জন্য বৃষ্টি দায়ী। নাগাড়ে বৃষ্টিতে রানওয়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় বিমানের চাকা পিছলে যায়।
এই ঘটনায় বিমানের কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি কোনও যাত্রীর। তবে আরও একটু বেশি পিছলে গেলে কী হত তা ভেবে অনেকই আতঙ্কিত।