পোকার উপদ্রব, বদলে দেওয়া হল বিমান
যাত্রীদের মধ্যে হৈচৈ। পোকারা সব উড়ে বেড়াচ্ছে বিমানের মধ্যে। আর ঝুঁকি নেয়নি বিমান সংস্থা। বাধ্য হয়ে বদলে দেওয়া হয় বিমানটি।
বিমানের যাত্রীদের মাথার ওপর উড়ছে পোকা। ঘুরছে যেখানে সেখানে। এদিকে বিমান তখন প্যাসেঞ্জার বে-তে। আকাশে ওড়ার আগে এ কেমন বিপর্যয়! ফলে বিমান ওড়া নিয়ে প্রশ্ন ওঠে।
ছোট রুটে উড়ান নয়। দিল্লি থেকে বিমানটি যাবে লন্ডন। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে অনেক যাত্রী রয়েছেন। রয়েছেন ভুটানের রাজপুত্রও।
দিল্লি থেকে ওড়ার পরই যাত্রীরা যদি বিমানে পোকার কারণে নাজেহাল হন তা কখনই কাম্য নয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর সম্ভাবনাও থেকে যায় মাঝ আকাশে।
পুরো বিষয়টি বিমানের কর্মীদের নজরে আসে। জানতে পারে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও। বিমানে পোকা থাকা অবস্থায় এতটা উড়ান নেওয়া সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়। তাহলে উপায়!
সিদ্ধান্ত হয় এয়ার ইন্ডিয়ার অন্য বিমান আনা হবে। ফলে পোকা থাকা বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য একটি বিমান আনা হয় সেখানে। সেই বিমানে যাত্রীরা নিশ্চিন্তে উড়ে যান লন্ডনের উদ্দেশে।
এয়ার ইন্ডিয়ায় এমন ঘটনা নতুন নয়। গত মে মাসে নিউ ইয়র্কের উদ্দেশে বিমান ওড়ার পর আধ ঘণ্টা আকাশে কাটিয়ে দেয়। তারপর নজরে আসে যে বিমানে একটি বাদুড় রয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
দ্রুত বিমান মুখ ঘোরায়। ফের ফিরে আসে বিমানবন্দরে। যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। তারপর তাড়ানো হয় বাদুড়। ফলে এমন ঘটনা বিমানে মধ্যে মাঝেমধ্যে ঘটে থাকে।