দেশে বিমানে সবচেয়ে লম্বা সফর কোনটি, কতক্ষণ লাগে জানলে অবাক হবেন
এ দেশে এখন জালের মত ছড়িয়ে পড়েছে বিমান যোগাযোগ। যা ক্রমশ বেড়েই চলেছে। দেশের সবচেয়ে লম্বা বিমান সফরটি সম্বন্ধে জানলে কিন্তু অবাক হবেন।
বিমান এখন দেশের আম নাগরিকের যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে না পারলেও ক্রমশ তা সাধারণ মানুষের মধ্যে সফর ইচ্ছা জাগিয়ে তুলছে।
তবে এখনও বিমানের ভাড়ার তুলনায় ট্রেনের ভাড়া অনেকটাই কম হওয়ায় বাড়তি আর্থিক বোঝা সাধারণ মানুষ নিয়ে উঠতে পারছেন না।
তবে বিমানে সবচেয়ে বড় সুবিধা সময় কম লাগা। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যাচ্ছেন মানুষ। কিন্তু সময় মাত্র কয়েক ঘণ্টা। ব্যস্ত জীবনে তাই ক্রমশ বিমানের প্রয়োজন ও চাহিদা বাড়ছে।
ভারতে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে হাজারো বিমান রুট। তবে ভারতের মধ্যেই সবচেয়ে লম্বা বিমান যাত্রাটি বেশ চমকপ্রদ। যা মাঝে কোথাও অবতরণ না করে সোজা গন্তব্যে পৌঁছে যায়। এই রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। একটানা ২ হাজার ৪৯২ কিলোমিটার সফর করছে।
এয়ার ইন্ডিয়া একটি বিমান চালায় নয়াদিল্লি থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত। এই ২ হাজার ৪৯২ কিলোমিটার পথ বিমানটি একটানা ওড়ে। এই ৩ ঘণ্টা ৪০ মিনিটের সফরে কোথাও বিমানটি নামে না।
স্থলভাগ পার করে তারপর বঙ্গোপসাগরের ওপর দিয়ে দীর্ঘ যাত্রা। সেই পথ অতিক্রম করে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পৌঁছনো। ফিরতিও পোর্ট ব্লেয়ার থেকে দিল্লি আসে বিমানটি। এটাই ভারতের সবচেয়ে দীর্ঘ বিমান যাত্রা। এই প্রায় ৪ ঘণ্টা একটানা যাত্রার আর কোনও রুট ভারতে নেই।