National

৯০ লক্ষ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার, কারণ জেনে হাড় হিম হল যাত্রীদের

জরিমানা হল টাটা গ্রুপের অধীন এয়ার ইন্ডিয়ার। যে কারণে জরিমানা তা জানার পর যাত্রীদের রাতের ঘুম উড়েছে। একটি রুটে যাত্রা করা যাত্রীরা বিশ্বাসই করতে পারছেন না।

জরিমানার মুখে পড়তে হল টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে। ৯০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ। এছাড়া এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনসকে ৬ লক্ষ টাকা এবং ডিরেক্টর ট্রেনিং-কে ৩ লক্ষ টাকা আলাদা করে জরিমানা করা হয়েছে।

আর্থিক জরিমানার কথা ডিজিসিএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই মোটা অঙ্কের জরিমানা? ডিজিসিএ জানাচ্ছে, এয়ার ইন্ডিয়া মুম্বই থেকে রিয়াধ রুটের একটি বিমানকে অদক্ষ পাইলট দিয়ে উড়িয়েছে।


বিমান ওড়ার জন্য যে উড়ান কর্মীদের বিমানে থাকার কথা, তার একটি নিয়ম আছে। সে নিয়ম লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। একজন ট্রেনিং ক্যাপ্টেনের সাহচর্যে এক ট্রেনি পাইলটের থাকার কথা। কিন্তু রিয়াধে অবতরণের পর দেখা যায় ট্রেনিং ক্যাপ্টেন ছিলেনই না বিমানে।

ট্রেনিং ক্যাপ্টেন হিসাবে যাঁর থাকার কথা ছিল তিনি অসুস্থ হয়ে পড়ার পর যাঁরা রোস্টার তৈরির দায়িত্বে তাঁরা রেগুলার লাইন ক্যাপ্টেনকে পাঠিয়ে দেন ট্রেনিং ক্যাপ্টেনের জায়গায়। যা কার্যত মুম্বই থেকে রিয়াধগামী ওই বিমানের প্রতিটি যাত্রীর জন্য বড় ঝুঁকি হয়ে যায়।


লঙ্ঘিত হয় নিয়ম। সব কাগজপত্র পরীক্ষা করে বিষয়টি নিয়ে নিশ্চিত হয় ডিজিসিএ। বিষয়টিকে তাই কঠোরভাবেই নিচ্ছে তারা। এই ধরনের কাজকে যাত্রী সুরক্ষায় বড় ধরনের ঝুঁকি হিসাবেই দেখছে ডিজিসিএ।

যাঁরা গত ৯ জুলাই ওই বিমানে যাত্রা করেছিলেন তাঁরা এটা জানার পর আতঙ্কিত যে কার ভরসায় তাঁরা বিমানে রিয়াধ পৌঁছন! যাঁরা বিমানে যাত্রা করেন তাঁরাও এটা জানার পর নিশ্চিন্ত থাকতে পারছেন না। এমন হতে থাকলে তো বিমান যতক্ষণ না অবতরণ করছে ততক্ষণই শান্তিতে থাকা যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button